ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাভারে সুতার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৯
সাভারে সুতার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

সাভার (ঢাকা): সাভারের হেমায়েতপুরে অবনি নীটওয়্যার লি. ফ্যাশন নামে একটি কারখানার সুতার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

শুক্রবার (১৮ অক্টোবর) দুপুর পৌনে ২টার দিকে হেমায়েতপুরের রিশিপাড়া এলাকার অবনি নীটওয়্যার লি. ফ্যাশন নামে ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার লিটন আহমেদ বাংলানিউজকে জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় সাভার ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।

পরে কল্যাণপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও হেমায়েতপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট যুক্ত হলে মোট পাঁচটি ইউনিট প্রায় দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

তিনি আরও বলেন, আগুনের তীব্রতা অনেক বেশি ছিল যে কারণে ক্ষয়ক্ষতিও বেশি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো জানা সম্ভব হয়নি।

এদিকে আগুনের সংবাদ সংগ্রহ করতে গেলে গণমাধ্যমকর্মীদের ভেতরে প্রবেশ করতে দেয়নি কারখানার কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।