ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খাগড়াছড়ির য়ংড বৌদ্ধবিহারে কঠিন চীবর দান উৎসব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৯
খাগড়াছড়ির য়ংড বৌদ্ধবিহারে কঠিন চীবর দান উৎসব

খাগড়াছড়ি: ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে খাগড়াছড়িতে শতবর্ষী য়ংড বৌদ্ধবিহারে কঠিন চীবর দান উৎসব অনুষ্ঠিত হচ্ছে। প্রবারণা পূর্ণিমা শেষে মাসব্যাপী এ কঠিন চীবর দান উৎসব পালিত হয়।

শুক্রবার (১৮অক্টোবর) সকাল থেকে য়ংড বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠানে বৌদ্ধ ধর্মীয় গুরুরা বৌদ্ধ ধর্মের অনুশাসন মেনে পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন।  

এসময় বিহার প্রাঙ্গনে ঊষা বন্দনা, সংঘদান, অষ্ট পরিস্কার দান, পঞ্চশীল প্রার্থনা, প্রদীপ  পূজাসহ বিভিন্ন ধর্মীয় আচার পালন করা হয়।

এছাড়া ভান্তেকর্তৃক প্রবজ্জা গ্রহণ, পরজন্মে জ্ঞান লাভের উদ্দেশ্যে পিদিমা বা কল্পতরুতে বিভিন্ন উপহার দেন ধর্মপ্রাণ বৌদ্ধ ধর্মাবলম্বীরা। বিকেলে রয়েছে চীবর দান ও ফানুস ওড়ানো।  

মহা উপাসিকা বিশাখাকর্তৃক প্রবর্তিত চীবর দানই হলো এ উৎসবের প্রধান আকর্ষণ। ২৪ ঘণ্টার মধ্যে চরকার মাধ্যমে তুলা থেকে সুতা তৈরি ও তাতে বিভিন্ন প্রক্রিয়ায়  রং দিয়ে বেইনের মাধ্যমে  চীবর বা (কাপড়) বানানো হয়।  পরের দিন বিকেলে দায়ক- দায়িকারা এ চীবর ভান্তদের উদ্দেশ্যে উৎসর্গ করেন।  

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, ১৮ অক্টোবর, ২০১৯
এডি/এইচজে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।