ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

অভয়নগরে বাসচাপায় ২ পথচারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৯
অভয়নগরে বাসচাপায় ২ পথচারী নিহত

যশোর: যশোরের অভয়নগরে নিয়ন্ত্রণহীন যাত্রীবাহী বাসের চাপায় নারীসহ ২ পথচারী নিহত হয়েছেন।

শুক্রবার (১৮ অক্টোবর) সকাল ৬টার দিকে যশোর-খুলনা মহাসড়কের জাফরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন, যশোরের অভয়নগর উপজেলার জাফরপুর গ্রামের গোলাম রব্বানী (৭৫) ও একই উপজেলার দত্তগাতি গ্রামের জোছনা বেগম (৩৫)।



পুলিশ ও স্থানীয়রা বাংলানিউজকে বলেন, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী প্রিন্স পরিবহণের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী গোলাম রব্বানী ও জোসনা বেগমকে ধাক্কা দিয়ে রাস্তার পাশের খাদে পড়ে। এতে ঘটনাস্থলেই ওই দুই পথচারী নিহত হয়। তবে বাসের যাত্রীদের মধ্যে কয়েকজন আহত হলেও আঘাত তেমন গুরুতর নয়।

নওয়াপাড়া হাইওয়ে থানার উপ পরিদর্শক (এসআই) ওমর ফারুক বাংলানিউজকে বলেন, নিহত দুই পথচারীর মৃতদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  

তিনি আরও বলেন, বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক দুর্ঘটনার পরপরই পালিয়ে যায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১১১৭ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad