ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মদিনায় সড়ক দুর্ঘটনায় নিহতদের প্রতি ড. মোমেনের শোক 

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৩ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৯
মদিনায় সড়ক দুর্ঘটনায় নিহতদের প্রতি ড. মোমেনের শোক  পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

ঢাকা: সৌদি আরবের মদিনায় সড়ক দুর্ঘটনায় নিহতের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী ড. ইব্রাহিম বিন আব্দুল আজিজ আল আসফের কাছে পাঠানো এক শোকবার্তায় তিনি এ দুঃখ প্রকাশ করেন।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শোকবার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, মদিনায় সড়ক দুর্ঘটনায় ৩৫ জন নিহত ও ৪ জন আহতের ঘটনায় আমরা গভীর শোকাহত। এই দুর্ঘটনায় হতাহতদের পরবিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ড. মোমেন।

১৬ অক্টোবর (বুধবার) স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় মদিনায় ওমরাহ হজ যাত্রীদের একটি বাস দুর্ঘটনার শিকার হয়। এতে ৩৫ জনের মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ২৩২৮ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৯
টিআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।