ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

অবৈধ স্থাপনা উচ্ছেদে শ্যামলী-উত্তরায় অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৯ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৯
অবৈধ স্থাপনা উচ্ছেদে শ্যামলী-উত্তরায় অভিযান

ঢাকা: অবৈধ স্থাপনা উচ্ছেদে রাজধানীর শ্যামলী ও উত্তরায় অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। 

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ হোসেন ও মো. জুলকার নায়ন পৃথকভাবে শ্যামলী ও উত্তরায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে শ্যামলী রিং রোডের উভয় পাশের প্রায় ১৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

এসময় সড়ক ও ফুটপাতে অবৈধভাবে নির্মাণ সামগ্রী রাখা, মোটরসাইকেল পার্ক করা, এসি স্থাপন, জেনারেটর রাখার কারণে ১১টি মামলায় মোট ৪৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবুল হাসেম হাসু উপস্থিত ছিলেন।

এদিকে, উত্তরা-৩ নম্বর সেক্টর ও জসিম উদ্দিন অ্যাভিনিউ থেকে ১০টি স্থাপনা উচ্ছেদ করা হয়। একইসঙ্গে ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা করার অপরাধে একটি প্রতিষ্ঠানকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
 
বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৯
এসএইচএস/এবি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।