ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

‘অপরাধী নয়, ছাত্রলীগকে মানবিক হতে হবে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৬ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৯
‘অপরাধী নয়, ছাত্রলীগকে মানবিক হতে হবে’ হাজিরহাট উপকূল কলেজ মাঠে ছাত্রলীগের সম্মেলন। ছবি: বাংলানিউজ

লক্ষ্মীপুর: ‘অসামাজিক কর্মকাণ্ড ছাড়ো, নয়তো ছাত্রলীগ ছাড়তে হবে। খুনি, সন্ত্রাসী বা অপরাধী নয়, ছাত্রলীগের নেতাকর্মীদের মানবিক হতে হবে। ছাত্রলীগে টেন্ডারবাজি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের কারও জায়গা হবে না।’ 

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেলে কমলনগর উপজেলার হাজিরহাট উপকূল কলেজ মাঠে আয়োজিত ছাত্রলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী একথা বলেন।

লাইলী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়নের পাশাপাশি সব ধরনের জঞ্জালমুক্ত করার কাজে হাত দিয়েছেন।

অপকর্মে জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের  হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শাস্তি দেওয়া হবে।  

এ ধরনের ঘটনা যেন আর কোথাও না ঘটে সেদিকে ছাত্র-শিক্ষক, অভিভাবকসহ সবাইকে সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

কমলনগর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রাকিব হোসেন সোহেলের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আসাদ বিন হাবিবের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, কমলনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম নুরুল আমিন মাস্টার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন রাজু, ঢাকা মহানগর উত্তর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাজবীরুল হক অনু, কমলনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পি, জেলা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন শরীফ ও সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশানসহ অনেকে।

এরআগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শান্তির পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন ফরিদুন্নাহার লাইলী।  

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৯
এসআর/কেএসডি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।