ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কেরানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

কেরানীগঞ্জ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৪ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৯
কেরানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

কেরানীগঞ্জ (ঢাকা): কেরানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সবুজ (২২) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেলে কেরানীগঞ্জ মডেল থানাধীন জিনজিরা রসুলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সবুজ রংপুর জেলার গঙ্গাচর থানার মোবাসিয়া গ্রামের রফিকুলের ছেলে।

তিনি কেরানীগঞ্জের মান্দাইল এলাকার জৈনক রিপনের বাড়িতে স্ত্রীসহ ভাড়া থেকে নির্মাণ শ্রমিকের কাজ করতেন।  

কেরানীগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, গত কয়েকদিন ধরে সবুজ রসুলপুরে অবস্থিত টিনের মসজিদে সে কাজ করছিলেন। বিকেলে ওই মসজিদের তৃতীয় তলায় বাইরের অংশের প্লাস্টারের কাজ করতে গিয়ে বিদ্যুতের তারের সঙ্গে তার পা জড়িয়ে যায়। তখন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন তলা থেকে নিচে পড়ে গিয়ে মাথা ফেটে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।