ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জাজিরায় অটোরিকশাচাপায় শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৯
জাজিরায় অটোরিকশাচাপায় শিশুর মৃত্যু

শরীয়তপুর: শরীয়তপুরের জাজিরা উপজেলায় অটোরিকশা চাপায় রিমি আক্তার (০৭) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার সেনেরচর ইউনিয়ন পরিষদ সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।  

রিমি সেনেরচর ইউনিয়নের চরধুপুর গ্রামের ধলু মাদবরের মেয়ে।

সে চরধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলায়েত হোসেন বাংলানিউজকে জানান, সকালে বাড়ির পাশের রাস্তা পার হওয়ার সময় একটি অটোরিকশা রিমিকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় স্থানীয়রা অটোরিকশাসহ চালককে আটক করে পুলিশে সোপর্দ করে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।