ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সচিব পদমর্যাদা পেলেন ৪ সংস্থা প্রধান

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৯
সচিব পদমর্যাদা পেলেন ৪ সংস্থা প্রধান জনপ্রশাসন মন্ত্রণালয়

ঢাকা: সচিব পদমর্যাদার গ্রেড-১ পদে পদোন্নতি পেয়েছেন সরকারি চার সংস্থার প্রধান। 

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) এই চার কর্মকর্তাকে বেতন কাঠামোর সর্বোচ্চ গ্রেড দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় আদেশ জারি করেছে।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. শাহাদাৎ হোসেন, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. হাইয়ুল কাইউম, পেট্রোবাংলার চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. রুহুল আমিন এবং পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) কাজী আ খ ম মহিউল ইসলাম গ্রেড-১ পদে পদোন্নতি পেয়েছেন।

পদোন্নতির পর এই চার কর্মকর্তাকে আগের দফতরেই প্রেষণে পদায়ন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৯
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।