ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

টাঙ্গাইলে ডাকাত দলের ৪ সদস্য আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৯
টাঙ্গাইলে ডাকাত দলের ৪ সদস্য আটক

টাঙ্গাইল: টাঙ্গাইলে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে আটক করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান টাঙ্গাইল পুলিশ সুপার (এসপি) সঞ্জিত কুমার রায়।  

গ্রেফতাররা হলেন- টাঙ্গাইল সদর উপজেলার আউলটিয়া গ্রামের প্রদীপ রাজবংশীর ছেলে দুইখা রাজবংশী (২৭), নাগরপুর উপজেলার পাইনশা গ্রামের পানু বাদ্যকরের ছেলে মরন দাস (৩২), ময়মনসিংহের নরকোনা গ্রামের বাসিন্দা মোহাম্মদ আলী (৫৫) ও গাইবান্ধার উত্তর ধর্মপুর গ্রামের হাসানুর প্রধান (২৭)।

 

এসপি জানান, গোপন সংবাদের পেয়ে বুধবার (১৬ অক্টোবর) দিনগত রাতে টাঙ্গাইল সদর উপজেলার বেলটিয়াবাড়ী মোড় এলাকায় অভিযান চালিয়ে ওই আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে আটক করে টাঙ্গাইল সদর থানা পুলিশ। সেসময় তাদের কাছ থেকে একটি মিনি ট্রাক, দু’টি ছোরা, দু’টি পাইপ, একটি লোহার রড, দু’টি গ্রিল কাটার সরঞ্জাম জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে তারা টাঙ্গাইল, ময়মনসিংহসহ বিভিন্ন জেলায় ডাকাতি করে বলে জানায়।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।