ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজবাড়ীতে ৮ রোহিঙ্গা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৯
রাজবাড়ীতে ৮ রোহিঙ্গা আটক

রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দে একটি যাত্রীবাহী বাস থেকে রোহিঙ্গা নাগরিক পাঁচ নারী ও তিন পুরুষকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৭ অক্টোবর) সকালে উপজেলার পদ্মার মোড় থেকে সাতক্ষীরাগামী ঈগল পরিবহনের বাস থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- নুর কলেমা, মিনারা বেগম, জহুরা, খুসনামা বেগম, রাশিদা, রশিদ উল্লাহ, কামাল ও মীর জাফর।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-খুলনা মহাসড়কের পদ্মার মোড় এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী ঈগল পরিহনের একটি বাসে তল্লাশি চালিয়ে রোহিঙ্গা নাগরিক পাঁচ নারী ও তিন পুরুষকে আটক করা হয়। তাদের দাবি তারা বেনাপোল যাচ্ছিলেন। আটকদের মধ্যে রশিদউল্লাহ কিছুটা বাংলা বলতে পারেন। তিনিই সবাইকে গাইড করছিলেন।

পরবর্তী পদক্ষেপের জন্য বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং রোহিঙ্গা ক্যাম্পে যোগাযোগ করা হয়েছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।