ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পরশুরামে আটক ভারতীয় নাগরিককে বিএসএফের কাছে হস্তান্তর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৯
পরশুরামে আটক ভারতীয় নাগরিককে বিএসএফের কাছে হস্তান্তর

ফেনী: অবৈধপথে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে ফেনীর পরশুরাম উপজেলায় আটক ভারতীয় নাগরিক মো. মঞ্জুর আলমকে (১৮) ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।  

ফেনীর ৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাহিদুজ্জামান বাংলানিউজকে জানান, বুধবার (১৬ অক্টোবর) রাতে পরশুরাম বিওপির সীমান্ত পিলার ২১৬৩/এম এর কাছ দিয়ে অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে ভারতীয় নাগরিক মঞ্জুর আলম।

এসময় বিজিবি টহলদল তাকে আটক করে। আটক মঞ্জুর আলম ত্রিপুরা জেলার বিলোনিয়া থানার আমজাদনগর গ্রামের মৃত ছোট মিয়ার ছেলে।

পরে বৃহস্পতিবার সকালে তাকে বিজিবি মজুমদারহাট কোম্পানি ও বিএসএফ ব্যাটালিয়নের সারাসীমা কোম্পামি কমান্ডার পর্যায়ে বিলোনিয়া আইসিপি পতাকা বৈঠকের মাধ্যমে অক্ষত অবস্থায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৯
এসএইচডি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।