ঢাকা, রবিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

আড়িয়াল খাঁ নদে নির্মিত হচ্ছে ৭ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৮, জানুয়ারি ৩, ২০১২

ঢাকা: চীন সরকারের অর্থায়নে প্রায় ৩০০ কোটি টাকা ব্যয়ে মাদারীপুর-শরীয়তপুর-চাঁদপুর সড়কে আড়িয়াল খাঁ নদের উপর নির্মিত হতে যাচ্ছে ৭ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু (কাজিরটেক সেতু)।

এ সেতু নির্মাণের লক্ষ্যে মঙ্গলবার চীনের আনহুই কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং গ্রুপ কো. লিমিটেডের সঙ্গে যোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক ও জনপথ অধিদপ্তরের চুক্তি স্বাক্ষরিত হয়।



চুক্তি অনুয়ায়ী জানুয়ারি মাসেই সেতু নির্মাণের কাজ শুরু হবে এবং ২০১৪ সালে মধ্যে নির্মাণ কাজ শেষ হবে।

সড়ক ভবনে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলেদেশে নিযুক্ত চীনের মান্যবর রাষ্ট্রদূত ঝাং ঝিয়ানী।

চুক্তির আওতায় আড়িয়াল খাঁ নদের উপর মাদারীপুরের কাজীরটেকে প্রায় ৭শ’ মিটার দীর্ঘ এবং ১৩ মিটার প্রশস্ত সেতু ছাড়াও আরও ৩টি সেতু নির্মাণ করা হবে।

সেতুগুলো আড়িয়াল খাঁ এবং কীর্তিনাশা নদীর ওপর মোস্তফাপুর-মাদারীপুর এবং শরীয়তপুর-ভেদরগঞ্জ-চাদপুর সড়কে নির্মিত হতে যাচ্ছে এ সেতু।

সহযোগী সেতু তিনটি নির্মিত হবে টেকেরহাট, টুমচর এবং আঙ্গারিয়ায়।

এর ফলে মাদারীপুর এবং শরীয়তপুর শহরের মধ্যে সড়ক নেটওয়ার্ক প্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি উৎপাদিত কৃষিপণ্য সহজে রাজধানীসহ দেশের অন্যান্য এলাকায় কম খরচে পাঠানো সম্ভব হবে।  

এরই মধ্যে সম্ভাব্যতা যাচাইসহ অন্যান্য কাজ শেষ হয়েছে। এ প্রকল্পে চীন সরকার দিচ্ছে ২শ’ কোটি টাকা। অবশিষ্ট ৭৫ কোটি টাকা দিচ্ছে বাংলাদেশ সরকার।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যর মাঝে সড়ক বিভাগের সচিব এমএএন সিদ্দিক, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী আবদুল কুদ্দুসসহ সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।