ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রৌমারী সীমান্তে ইয়াবাসহ পাচারকারী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৯
রৌমারী সীমান্তে ইয়াবাসহ পাচারকারী আটক বিজিবির হাতে আটক আব্দুল মালেক মিয়া। ছবি: বাংলানিউজ

কুড়িগ্রাম: কুড়িগ্রামের রৌমারী উপজেলায় দুই হাজার ১শ ৫৬ পিস ইয়াবাসহ আব্দুল মালেক মিয়া (৩০) নামে এক মাদক পাচারকারীকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

বুধবার (১৬ অক্টোবর) দুপুরে পুলিশ বিজিবির হস্তান্তর করা মাদক পাচারকারীকে কুড়িগ্রাম কারাগারে পাঠায়।

এর আগে ভোরে গয়টাপাড়া বিওপির বিজিবি সদস্যরা তাকে ইয়াবাসহ আটক করে।

 

জামালপুর-৩৫ বিজিবি ব্যাটালিয়নের অন্তর্গত রৌমারীর গয়টাপাড়া বিওপির নায়েব সুবেদার মো. শওকত আলী বাংলানিউজকে জানান, ভোরে আন্তর্জাতিক সীমান্ত পিলার ১০৬১/এমপিতে অভিযান চালায় বিজিবির একটি দল। এ সময় উপজেলার চর বামনেরচর এলাকার মৃত আলেক শেখের ছেলে আব্দুল মালেক মিয়াকে আটক করে টহল দল। পরে তল্লাশি চালিয়ে আব্দুল মালেক মিয়ার কাছ থেকে দু’ হাজার ১শ ৫৬ পিস ইয়াবা ট্যাবলেট, একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে তাকে রৌমারী থানা পুলিশে সোপর্দ করা হয়।

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৯
এফইএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।