ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রামগতিতে হাত ধোয়ার ছয় কৌশল শিখলো শিক্ষার্থীরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০২ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৯
রামগতিতে হাত ধোয়ার ছয় কৌশল শিখলো শিক্ষার্থীরা রামগতিতে হাত ধোয়ার ছয় কৌশল শিখলো শিক্ষার্থীরা। ছবি: বাংলানিউজ

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় ‘জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস’ উপলক্ষে স্কুলের শিক্ষার্থীদের সঠিক নিয়মে হাত ধোয়ার ছয়টি কৌশল শেখানো হয়েছে।

এ সংক্রান্ত বাস্তব প্রদর্শনে অংশ নিয়ে হাত ধোয়ার কৌশলগুলো শিখলো শিক্ষার্থীরা। এদিকে প্রদর্শনীর মাধ্যমে তা শিখে নিলো উপজেলার সাধারণ মানুষও।

উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বুধবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ‘সকলের জন্য উন্নত স্যানিটেশন, নিশ্চিত হোক সুস্থ জীবন’ ও ‘সকলের হাত, পরিচ্ছন্ন থাক’ এ স্লোগানে বর্ণাঢ্য র‌্যালি করা হয়। র‌্যালি শেষে শিক্ষার্থীদের স্বাস্থ্যসম্মতভাবে হাত ধোয়ার কৌশলগুলো শেখানো হয়। পরে উপজেলার হল রুমে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী ফাতেমা-তুজ-জোহরার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল মোমিন।

সভায় বিশেষ অতিথি ছিলেন রামগতি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সুচিত্র রঞ্জন দাস, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) জি এম কামাল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. রিয়াদ হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা- আবুল কালাম আজাদ, নির্বাচন অফিসার হেকমত আলী, উপজেলা বন কর্মকর্তা , ইউ আর সি ইন্সট্রাকটর কল্পনা মণ্ডল, আলেকজান্ডার  মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা আক্তার  ও সাংবাদিক মিশু সাহা প্রমুখ।

সভায় বক্তারা দৈনন্দিন জীবনে রোগ-বালাইয়ের ঝুঁকি এড়াতে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে স্বাস্থ্য সুরক্ষায় বিভিন্ন আলোচনা করেন।

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৯
এসআর/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।