ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

জাতীয়

‘যেখানে দুর্নীতি-টেন্ডারবাজি সেখানে অভিযান’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৩, অক্টোবর ১৬, ২০১৯
‘যেখানে দুর্নীতি-টেন্ডারবাজি সেখানে অভিযান’ নবনির্মিত থানা ভবন উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। ছবি: বাংলানিউজ

খাগড়াছড়ি: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, যেখানে দুর্নীতি এবং টেন্ডারবাজি সেখানে অভিযান অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দুর্নীতিবিরোধী অভিযান নিয়ে কাজ চলছে। পাহাড়ের মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে, ব্যবসা-বাণিজ্য এবং যাতায়াত করতে পারে সে বিষয়ে আমরা কাজ করে যাচ্ছি। পাহাড়ের সহিংস ঘটনাগুলো কেন ঘটছে সে বিষয়টিও খতিয়ে দেখা হবে।

বুধবার (১৬ অক্টোবর) খাগড়াছড়ির রামগড়ে নবনির্মিত থানা ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

জানা যায়, প্রায় ৭ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে গণপূর্ত বিভাগ ৪তলা বিশিষ্ট আধুনিক রামগড় থানা ভবন নির্মাণ করে।

থানা উদ্বোধন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী রামগড় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে খাগড়াছড়ি জেলা পুলিশ আয়োজিত মাদক, সন্ত্রাস ও জঙ্গিবিরোধী সমাবেশে যোগ দেন।

এসময় উপস্থিত ছিলেন- শরণার্থী পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা, সংরক্ষিত নারী সংসদ সদস্য বাসন্তী চাকমা, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার আহমার উজ্জামান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৯
এডি/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ