ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কটিয়াদীতে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪১ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৯
কটিয়াদীতে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

কিশোরগঞ্জ: ভেজালবিরোধী অভিযান চালিয়ে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় তিন ব্যবসাপ্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে কটিয়াদী বাজারে অভিযান চালিয়ে তাদের জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কিশোরগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক ইব্রাহীম হোসেন এ অভিযান পরিচালনা করেন।

এসময় উপস্থিত ছিলেন কটিয়াদী পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক দিদারুল আলম রাসেলসহ জেলা পুলিশ সদস্যরা।

ইব্রাহীম হোসেন বাংলানিউজকে জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রক্রিয়াকরণের জন্য ‘রাজলক্ষী মিষ্টান্ন ভাণ্ডার’কে ২০ হাজার টাকা ও ‘জগৎবন্ধু মিষ্টান্ন ভাণ্ডার’কে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির করায় স্থানীয় গুরুদেব ফার্মেসিকে ৫ হাজার জরিমানা করা হয়।

অভিযানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ