ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

‘বঙ্গোপসাগরে রাডার বিষয়ে অন্যদের মাথাব্যথা থাকা উচিত নয়’ 

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৯ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৯
‘বঙ্গোপসাগরে রাডার বিষয়ে অন্যদের মাথাব্যথা থাকা উচিত নয়’ 

ঢাকা: বঙ্গোপসাগর উপকূলে বাংলাদেশ-ভারত যৌথ রাডার নেটওয়ার্ক বসানো নিয়ে অন্যদের মাথাব্যথা থাকা উচিত নয়। এটি দিয়ে জলদস্যুদের পর্যবেক্ষণ সহজ হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। 

মঙ্গলবার (১৫ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন আব্দুল মোমেন ।

ভারতের সঙ্গে যৌথভাবে বঙ্গোপসাগরে এ রাডার বসালে চীন-বাংলাদেশ সম্পর্কে কোনো নেতিবাচক প্রভাব পড়বে কিনা জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গোপসাগরে আমাদের পর্যবেক্ষণের ক্ষমতা সীমিত থাকায় জলদস্যুরা মাছ ধরে নিয়ে যায়।

রাডার বসানোর ফলে এখন আমরা বেটার পর্যবেক্ষণ করতে পারবো। এটা নিয়ে অন্যদের মাথাব্যাথা থাকা উচিত নয়।

গত ৫ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে বাংলাদেশ উপকূলে রাডার সিস্টেম নেটওয়ার্ক স্থাপন বিষয়ক এক যৌথ সমঝোতা স্মারক সই হয়। তারপর থেকে বঙ্গোপসাগরে চীনের প্রভাব ঠেকাতেই এ রাডার স্থাপন করা হচ্ছে বলে অনেকেই সমালোচনা করে আসছেন।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৯
টিআর/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।