ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জয়পুরহাটে বিস্ফোরণে ওয়েল্ডিং মিস্ত্রি নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৬ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৯
জয়পুরহাটে বিস্ফোরণে ওয়েল্ডিং মিস্ত্রি নিহত

জয়পুরহাট: জয়পুরহাটের কুঠিবাড়ী ব্রিজ এলাকায় ড্রাম বিস্ফোরণে জহুরুল ইসলাম নামে এক ওয়েল্ডিং শ্রমিক নিহত হয়েছেন। এ সময় সাদ্দাম নামে এক দোকান মালিক আহত হয়ে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি হয়েছেন। 

মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত জহুরুল ইসলাম জয়পুরহাট সদও উপজেলার উত্তর জয়পুর গ্রামের আজিজুর রহমানের ছেলে ও আহত দোকান মালিক একই উপজেলার পাথুরিয়া গ্রামের আব্দুস সামাদেও ছেলে সাদ্দাম হোসেন।

 

জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খান জানান, দুপুরে কুঠিবাড়ী ব্রিজের পশ্চিম পার্শ্বের একটি দোকানে একটি খালি ড্রামের মুখ খুলতে চেষ্টা করেন ওয়েল্ডিং শ্রমিক জহুরুল ইসলাম। এ সময় ড্রামের ভেতরে থাকা গ্যাস বিস্ফোরণে জহুরুলের মাথা দগ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। একই সময়ে বিস্ফোরিত ড্রামের বিভিন্ন অংশের আঘাতে দোকান মালিক সাদ্দাম হোসেন আহত হলে স্থানীয়রা তাকে দ্রুত জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করে।  

খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে কোনো অভিযোগ না থাকায় স্বজনদের কাছে হস্তান্তর করে।

বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।