ঢাকা, মঙ্গলবার, ৫ চৈত্র ১৪৩০, ১৯ মার্চ ২০২৪, ০৮ রমজান ১৪৪৫

জাতীয়

শিশুর আচরণ সংবেদনশীল করে গড়ে তুলতে হবে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৯
শিশুর আচরণ সংবেদনশীল করে গড়ে তুলতে হবে শিশুর হাতে পুরস্কার তুলে দিচ্ছেন অতিথিরা, ছবি: বাংলানিউজ

ফেনী: ‘আজকের শিশু আনবে আলো, বিশ্বটাকে রাখবে ভালো’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে জেলা পরিষদের ড. সেলিম আলদীন মিলনায়তনে এ অনুষ্ঠান হয়।

এতে প্রধান অতিথি জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান বলেন, শিশুদের আচরণ সংবেদনশীল করে গড়ে তুলতে হবে।

যেকোনো অন্যায় কাজ থেকে বিরত রাখার চেষ্টা করতে হবে।

‘আগামীর উন্নত বাংলাদেশ গড়তে, সুস্থ মেধাসম্পন্ন জাতি গড়তে শিশুদের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতে হবে। ’

তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, শিশুদের মননশীল চিন্তা-চেতনায় ও খেলাধুলায় উদ্বুদ্ধ করতে হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমনী আক্তারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ফেনী সরকারি গণগ্রন্থাগারের সহকারী পরিচালক কামরান হোসেন।  

স্বাগত বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা নুরুল আবছার ভূঞা। আর অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স (এনসিটিএফ) সভাপতি মুস্তাফিজুর রহমান মুরাদ।

এছাড়া বক্তব্য রাখে শিশুবক্তা তানজিনা সুলতানা তিশা।

এ সময় সাংবাদিক নাজমুল হক শামীম, সংগীত প্রশিক্ষক সীমা নাথ, নৃত্য প্রশিক্ষক মনি মজুমদারসহ শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ শিশু একাডেমি ফেনীর আয়োজনে জেলা প্রশাসনের সহযোগিতায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ পালিত হয়েছে।

পরে অতিথিরা সুবিধাবঞ্চিত শিশু, বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও কর্মজীবী শিশুদের মধ্যে বিভিন্ন ইভেন্টে বিজয়ী ১৫ জনকে পুরস্কৃত করা হয়। চিত্রাঙ্কন, হাতের লেখা ও আবৃত্তি প্রতিযোগিতায় অংশ নেয় শিক্ষার্থীরা।

আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৯
এসএইচডি/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।