ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাসাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৯
বাসাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৫

টাঙ্গাইল: টাঙ্গাইলের বাসাইল উপজেলার হান্দুলিপাড়া এলাকায় ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত একটি অটোরিকশার যাত্রী রফিকুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশা চালকসহ পাঁচ যাত্রী।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে বাসাইল-সখীপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। রফিকুল একই উপজেলার বেড়বাড়ী এলাকার বাসিন্দা।

 

আহতরা হলেন- নিহত রফিকুলের বাবা হারুন-অর-রশিদ (৭০), একই গ্রামের অটোরিকশা চালক দেলোয়ার হোসেন (৪০), একই উপজেলার দাড়িয়াপুর গ্রামের পারুল বেগম (৪০), লিলি আক্তার (৩২) ও আরিফুল ইসলাম (৪০)।

বাসাইল থানার উপ-পরিদর্শক (এসআই) বেল্লাল হোসেন বাংলানিউজকে জানান, অটোরিকশাটি বেড়বাড়ী বাজার থেকে যাত্রী নিয়ে বাসাইলের দিকে যাচ্ছিল। পথে হান্দুলিপাড়া এলাকায় পৌঁছালে একটি ট্রাক সামনে থেকে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এসময় অটোরিকশা চালকসহ ছয় জনকে আহতাবস্থায় উদ্ধার করে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা। এদের মধ্যে রফিকুল নামে ওই ব্যক্তিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

আহতদের মধ্যে তিন জনকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।