ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মিয়ানমারকে ৫০ হাজার রোহিঙ্গার তালিকা হস্তান্তর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৯
মিয়ানমারকে ৫০ হাজার রোহিঙ্গার তালিকা হস্তান্তর রোহিঙ্গা, বাংলানিউজ ফাইল ফটো

ঢাকা: মিয়ানমারকে নতুন করে ৫০ হাজার ৫০৬ জন রোহিঙ্গার তালিকা হস্তান্তর করেছে বাংলাদেশ।

মঙ্গলবার (১৫ অক্টোবর) মিয়ানমার কর্তৃপক্ষের কাছে তালিকাটি হস্তান্তর করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার বিভাগের মহাপরিচালক দেলোয়ার হোসেন ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত উ লুইনের সঙ্গে বৈঠক করেন।

মন্ত্রণালয়ে আয়োজিত এই বৈঠকে মিয়ানমারের কাছে নতুন করে চতুর্থ দফায় ৫০ হাজার ৫০৬ রোহিঙ্গার তালিকা হস্তান্তর করা হয়। মিয়ানমার এই তালিকা যাচাই-বাছাই করবে।

বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৯
টিআর/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।