ঢাকা, মঙ্গলবার, ৫ চৈত্র ১৪৩০, ১৯ মার্চ ২০২৪, ০৮ রমজান ১৪৪৫

জাতীয়

ইলিশ ধরার দায়ে ফরিদপুরে ৫৯ জেলের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৯
ইলিশ ধরার দায়ে ফরিদপুরে ৫৯ জেলের কারাদণ্ড

ফরিদপুর: সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ফরিদপুরের সদরপুরে পদ্মা ও আড়িয়াল খাঁ নদীতে মা ইলিশ শিকারের অপরাধে ৫৯ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১টার দিকে তাদের এ সাজা দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল।

এর আগে, এদিন ভোরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

অভিযানে জেলা মৎস্য কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা বাপ্পী কুমার দাশ অংশ নেন।

বাংলানিউজকে চন্দ্র শীল জানান, আটক ৫৯ জন জেলের মধ্যে একজনকে এক বছরের ও ৫৮ জনকে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এসময় আটক হওয়া আরও আটজন কিশোরকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।  

মৎস্য কর্মকর্তা মনিরুল ইসলাম বাংলানিউজকে জানান, অভিযানে ৭০ হাজার মিটার কারেন্ট জাল ও ৫০ কেজি মা ইলিশ জব্দ করা হয়। জব্দ জালগুলো নদীর তীরে পুড়িয়ে ফেলা হয়েছে ও মাছগুলো উপজেলার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।