ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নিখোঁজের ১০ দিন পর মিললো শিশু জান্নাতুলের মর‌দেহ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৯
নিখোঁজের ১০ দিন পর মিললো শিশু জান্নাতুলের মর‌দেহ জান্নাতুল আঁখির

কু‌ড়িগ্রাম: কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় তিস্তা নদীতে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ হওয়ার ১০দিন পর শিশু জান্নাতুল আঁখির (৯) মর‌দেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল ১০টার দি‌কে উপজেলার ঘড়িয়ালডাঙা ইউনিয়নের বুড়িরহাট এলাকায় ঘটনাস্থলের প্রায় এক কি‌লো‌মিটার দূরে শিশুটির মর‌দেহ‌ ভেসে উঠলে উদ্ধার ক‌রে স্থানীয়রা।

জান্নাতুল আঁখি উপজেলার ঘড়িয়ালডাঙা ইউনিয়নের বুড়িরহাট বাজার সংলগ্ন খিতাবখাঁ গ্রামের জাহেদুল হকের মে‌য়ে এবং খামার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

ঘ‌ড়িয়ালডাঙা ইউনিয়‌ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রবীন্দ্রনাথ কর্মকার বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে বাংলা‌নিউজ‌কে জানান, গত ৬ অক্টোবর (রোববার) দুপু‌রে রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙা ইউনিয়নের বুড়িরহাট এলাকায় পা‌নি উন্নয়ন বো‌র্ডের তীর প্র‌তিরক্ষা স্পা‌রের কা‌ছে প্রায় ২৫/৩০ জন যাত্রীসহ নৌকা ডুবির ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় সব যাত্রী সাঁতরিয়ে তীরে উঠতে সক্ষম হলেও ‌তিস্তা নদীর প্রবল স্রো‌তে জান্নাতুল আঁখি ডু‌বে নিখোঁজ হয়। নৌকাডুবির ১০ দিন পর মঙ্গলবার সকালে ঘটনাস্থলের প্রায় এক কিলোমিটার দক্ষিণে ভাটির দিকে শিশুটির মর‌দেহ‌টি ভেসে উঠ‌লে স্থানীয়রা জান্নাতুলের পরিবারের সদস্য‌দের খবর দেয়। পরে তারা গিয়ে জান্নাতুলের মর‌দেহ শনাক্ত করে।

ইউপি চেয়ারম্যান রবীন্দ্রনাথ কর্মকার আরও জানান, এ ঘটনায় স্থানীয়রা ৫জন নিখোঁজের দাবি করলেও পরবর্তীতে সবাইকে পাওয়া গেছে। শুধুমাত্র শিশু জান্নাতুল আঁখি নিখোঁজ ছিল।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃষ্ণ কুমার সরকার ‌বিষয়‌টির সত্যতা নিশ্চিত ক‌রে বাংলা‌নিউজ‌কে জানান, তিস্তায় নৌকা ডুবির ঘটনায় নি‌খোঁজ শিশু জান্নাতুল আঁখির মর‌দেহ উদ্ধার হ‌য়ে‌ছে।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, অ‌ক্টোবর ১৫, ২০১৯
এফইএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।