ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রকৌশলীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৩ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৯
পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রকৌশলীর মৃত্যু

পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় ওয়াং বিন (৫৩) নামে এক চায়না নাগরিকের মৃত্যু হয়েছে। তিনি পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রকৌশলী ছিলেন। 

সোমবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে সিইসিসি ক্যান্টিনের সামনে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিক কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত ওয়াং বিন চায়নার জিয়াংসুর সাংনজি এলাকার বাসিন্দা।  

কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার জে এইচ খান লেলীন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। এখানে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।  

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, নির্মানাধীন পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের সরঞ্জাম প্রকৌশলী ওয়াং বিন স্বাভাবিকভাবে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। নিহতের লাশ সংশ্লিষ্ট বিসিপিসিএল বিদ্যুৎ কেন্দ্রে নির্মাণ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৭৫৫ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।