![]() জাহিদুল ইসলাম মুকুল |
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুরের পোরজনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী প্রার্থী জাহিদুল ইসলাম মুকুল ২১ হাজার ৫৭৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী দুলাল উদ্দিন অটোরিকশা প্রতীকে পেয়েছেন ২ হাজার ৭৫৫ ভোট।সোমবার (১৪ অক্টোবর) ভোট গণনা শেষে রাত সাড়ে ১১টার দিকে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।
শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হোসাইন খান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। একই উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. বাচ্চু সরকার।
বাংলাদেশ সময়: ০৫৩০ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৯
আরএ