ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

ছাগলনাইয়ায় বিপুল পরিমাণ নিষিদ্ধ ওষুধ জব্দ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৫ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৯
ছাগলনাইয়ায় বিপুল পরিমাণ নিষিদ্ধ ওষুধ জব্দ 

ফেনী: ফেনীর ছাগলনাইয়া উপজেলায় ৬৩ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় যৌন উত্তেজক ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  

সোমবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলার দক্ষিণ যশপুর এলাকায় বিজিবির এক অভিযানে এসব ওষুধ আটক করা হয়।  

ফেনীর ৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাহিদুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ফেনী ব্যাটালিয়নের একটি টহল দল সীমান্ত পিলার ২১৮৯/২-এস সংলগ্ন যশপুর এলাকায় অভিযান চালায়।

এসময় চোরাকারবারীদের কাছ থেকে ৩৯ হাজার ৯শ’ ২৪ পিস ভারতীয় ‘টার্গেট’ ট্যাবলেট ও ২৪ হাজার পিস ‘সেনেগ্রা’ ট্যাবলেট আটক করা হয়।  

বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা সে সময় পালিয়ে যায় বলে জানান নাহিদুজ্জামান। ৬৩ লাখ ৯২ হাজার ৪শ’ টাকা মূল্যের আটক এসব ট্যাবলেট জেলা কাস্টমস অফিসে জমা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৯ 
এসএইচডি/এইচজে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।