ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মাগুরায় সড়ক দুর্ঘটনায় টিঅ্যান্ডটি’র সাবেক কর্মকর্তা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৯
মাগুরায় সড়ক দুর্ঘটনায় টিঅ্যান্ডটি’র সাবেক কর্মকর্তা নিহত

মাগুরা: মাগুরায় সিএনজি অটোরিকশা চাপায় মাহবুবুর রহমান নামে টেলিফোন বিভাগের সাবেক এক কর্মকর্তা নিহত হয়েছেন।

সোমবার (১৪ অক্টোবর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের মাগুরা শহরতলীর পরনান্দুয়ালী বোর্ড অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

মাহবুবুব রহমান মহম্মদপুর উপজেলার মৌলুভি জোকা গ্রামের মতিয়ার রহমানের ছেলে।

তিনি টেলিফোন বিভাগের অবসরপ্রাপ্ত রেভিনিউ ইন্সেপেক্টর ছিলেন। পারনান্দুয়ালী বোর্ড অফিসের পেছনে তিনি বাড়ি করে পরিবারের সঙ্গে থাকতেন।

পুলিশ জানায়, সকাল সাড়ে ১০টার দিকে বাজারের যাওয়ার জন্য মাহবুবুর রহমান নিজ বাড়ি থেকে পরনান্দুয়ালী বোর্ড অফিসের সামনে দিয়ে হাইওয়ে সড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি সিএনজি তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত সাইফুল ইসলাম বাংলানিউজকে জানান, মরদেহটি ময়নাতদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সিএনজিসহ চালককে আটকে অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।