ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ফাহাদ হত্যার বিচার দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৯
ফাহাদ হত্যার বিচার দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন মানববন্ধন, ছবি: বাংলানিউজ

কু‌ড়িগ্রাম: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে হত্যার ঘটনায় আসামিদের সুষ্ঠু বিচারের দাবিতে কু‌ড়িগ্রা‌মে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (১৪ অ‌ক্টোবর) সকাল সা‌ড়ে ১১টায় কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআই‌বি), স‌চেতন নাগ‌রিক ক‌মি‌টির (সনাক) উদ্যো‌গে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও সভা অনুষ্ঠিত হয়।

এতে অংশ নেয় বাংলাদেশ মহিলা পরিষদসহ বি‌ভিন্ন সামা‌জিক-সাংস্কৃ‌তিক সংগঠনের সদস্যরা।

 

সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট আইনজীবী ও সনাকের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট এনামুল হক চৌধুরী চাঁদ, সনাকের সভাপতি রওশন আরা চৌধুরী, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক প্রতীমা রায় চৌধুরী ও টিআইবির সমন্বয়ক সৌমেন দাসসহ অনেকে।  

সমা‌বে‌শে বক্তারা ফাহাদ হত্যার দ্রুত বিচার করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।  

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, অ‌ক্টোবর ১৪, ২০১৯
এফইএস/কেএসডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।