ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বরিশালে জাল-ইলিশসহ ২১ জেলে আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৯
বরিশালে জাল-ইলিশসহ ২১ জেলে আটক আটক হওয়া ২১ জেলে। ছবি: বাংলানিউজ

বরিশাল: বরিশালের কীর্তনখোলা, কালাবদর, আড়িয়াল খাঁ ও মেঘনায় অভিযান চালিয়ে ৫০ হাজার মিটার জাল ৩০ কেজি ও ইলিশসহ ২১ জেলেকে আটক করা হয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) সকালে বরিশাল সদর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, রোববার (১৩ অক্টোবর) দিনগত রাত ১০টা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত মৎস অধিদপ্তরের সহযোগিতায় নৌপুলিশ বরিশালের কালাবদর, কীর্তনখোলা ও আড়িয়াল খাঁ নদীতে অভিযান চালানো হয়।

এসময় ৩০ হাজার মিটার জাল ও ১০ কেজি ইলিশসহ ১৬ জেলেকে আটক করা হয়। এছাড়া মেঘনা নদীতে অভিযান চালিয়ে ২০ কেজি ইলিশ ও ২০ হাজার মিটার জালসহ ৫ জেলেকে আটক করা হয়।

ইলিশ প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় এ অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন জেলা মৎস কার্যালয়ের কর্মকর্তা (হিলসা) বিমল চন্দ্র দাস।

বাংলাদেশ সময়: ১১৪১ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৯
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।