ঢাকা, শুক্রবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

জাতীয়

ছাত্রীকে নিয়ে ভারতে পালানোর সময় শিক্ষক আটক

ডিস্ট্রিক্ট ফটো করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫১ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৯
ছাত্রীকে নিয়ে ভারতে পালানোর সময় শিক্ষক আটক পুলিশের সঙ্গে আটক শিক্ষক ও সহযোগী। ছবি: বাংলানিউজ

বগুড়া: বগুড়ার নন্দীগ্রাম উপজেলার এক স্কুলছাত্রীকে নিয়ে ভারতে পালানোর সময় প্রাইভেট শিক্ষকসহ দুই জনকে আটক করেছে পুলিশ।

রোববার (১৩ অক্টোবর) আটক শিক্ষকসহ দুই জনকে অপহরণ মামলায় আদালতে পাঠানো হয়।

আটক দু’জন হলেন- নন্দীগ্রাম উপজেলার বুরইল ইউনিয়নের দাস গ্রামের উজ্জল কুমার (৩২) ও শিমলা গ্রামের চঞ্চল কুমার (৩০)।

পুলিশ জানায়, শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় দিনাজপুর জেলার হিলি সীমান্ত দিয়ে পালানোর সময় তাদের আটক করা হয়।

জানা যায়, বৃহস্পতিবার (০৭ অক্টোবর) নন্দীগ্রাম উপজেলার কুন্দার হাট ইনছান আলী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী প্রাইভেট শিক্ষক উজ্জল কুমারের কাছে পড়তে গেলে সেখান থেকে উজ্জল কুমার ও তার সহযোগী চঞ্চল কুমার মেয়েটিকে ভয়ভীতি দেখিয়ে নিয়ে যায়।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আনিছুর রহমান বাংলানিউজকে জানান, এ ঘটনায় থানায় অপহরণ  মামলা হয়েছে। আটক দু’জনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৯
কেইউএ/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।