ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

লেখাপড়ার চাপ দেওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৫ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৯
লেখাপড়ার চাপ দেওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ছবি: প্রতীকী

কুড়িগ্রাম: কুড়িগ্রামের চিলমারী উপজেলায় লেখাপড়ার জন্য চাপ দেওয়ায় নাজমিন আক্তার লিমা (১৩) নামে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে।

রোববার (১৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাটি ঘটে। চিলমারী উপজেলার সবুজপাড়া গ্রামের নুরুল আমিনের মেয়ে লিমা।

পারিবারিক সূত্রে জানা যায়, লেখাপড়ার জন্য চাপ দেওয়ায় মায়ের সঙ্গে অভিমান করে গলায় ওড়না পেঁচিয়ে ঘরের ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করে সে। পরে বাড়ির লোকজন তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৯
এফইএস/এফএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।