রোববার (১৩ অক্টোবর) সন্ধ্যায় চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা মহাসড়কের মুন্সিগঞ্জ কেষ্টপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নয়ন হোসেন একই উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী জিন্নাহ্রে ছেলে ও মুন্সিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে নতুন মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয় নয়ন ও অনিক। তারা কেষ্টপুর মোড় এলাকায় পৌঁছালে বিপরীতদিক থেকে আসা ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী নয়ন ও অনিক রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক ডা. সেলিমা পারভীন নয়নকে মৃত ঘোষণা করেন। অনিকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সি আসাদুজজামান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৯
এনটি