bangla news

বেড়ায় আনসারউল্লাহ বাংলা টিমের ৫ সদস্য আটক 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-১০-১৩ ৮:১৪:১৬ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

পাবনা: পাবনার বেড়ায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারউল্লাহ বাংলা টিমের (এবিটি) পাঁচ সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। 

রোববার (১৩ অক্টোবর) বিকেলে উপজেলার গোপন আস্তানা থেকে তাদের আটক করা হয়। তবে কোথা থেকে আটক করা হয়েছে তা জানা যায়নি। 

আটকরা হলেন- পাবনার সাঁথিয়া উপজেলার রাঙামাটিয়া গ্রামের রুহুল আমিন (২৩), বেড়ার ঘাটিগাড়া গ্রামের ওয়াজেদ আলী (৩০), সম্ভুপুর গ্রামের আবুল কালাম আজাদ (৩০), ছোট বায়রা গ্রামের আব্দুল্লাহ (২১) ও একই গ্রামের মিজান হোসেন (২৩)।

এ বিষয়ে পাবনা অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বাংলানিউজকে জানান, ঘটনা বা অভিযানের বিষয়ে আগে থেকে জানতো না পাবনার পুলিশ প্রশাসন। বিকেলে ওই এলাকায় আমাদের পুলিশের সহযোগিতা নিয়ে অভিযান চালিয়ে এবিটি’র পাঁচ সক্রিয় সদস্যকে আটক করে র্যাব-১৪ ময়মনসিংহ ক্যাম্পের একটি দল। 

আটকদের বেড়া থানায় রাখা হয়েছে। র্যাবের পক্ষ থেকে আটকদের নামে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের ওই ঊর্ধ্বতন কর্মকর্তা। 

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৯
এসআরএস

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2019-10-13 20:14:16