ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

রামগতিতে ৪০ কেজি ইলিশ জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৯
রামগতিতে ৪০ কেজি ইলিশ জব্দ জব্দ হওয়া ইলিশ। ছবি: বাংলানিউজ

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতির মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৪০ কেজি ইলিশ জব্দ করা হয়েছে।

রোববার (১৩ অক্টোবর) দুপুরে মেঘনা নদীর চর গজারিয়ার পাইলট এলাকা থেকে ইলিশগুলো জব্দ করা হয়।

রামগতি উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা কামাল হোসেন বাংলানিউজকে জানান, নিষেধাজ্ঞা অমান্য করে ডিমওয়ালা ইলিশ ধরার খবর পেয়ে নদীতে অভিযান চালানো হয়।

টের পেয়ে জেলেরা পালিয় যায়। এ সময় প্রায় ৪০ কেজি ইলিশ জব্দ করা হয়। পরে জব্দ হওয়া ইলিশগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৯
এসআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।