bangla news

পঞ্চগড়ে গৃহহীন ২ পরিবারকে ঘরের চাবি হস্তান্তর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-১০-১৩ ৫:১২:৪৭ পিএম
 গৃহহীন দুই পরিবারকে ঘরের চাবি হস্তান্তর

গৃহহীন দুই পরিবারকে ঘরের চাবি হস্তান্তর

পঞ্চগড়: পঞ্চগড়ে গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচির ২০১৮-১৯ অর্থবছরে আওতায় কাজের বিনিময়ে টাকা (কাবিটা) ও টেস্ট রিলিফ (টআর) প্রকল্পে গৃহহীনদের জন্য দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ করা ঘরের চাবি দুই পরিবারকে হস্তান্তর করা হয়েছে।

রোববার (১৩ অক্টোবর) দুপুরে জেলা সদর উপজেলার ভুষিভিটা গ্রামে আনুষ্ঠানিকভাবে গৃহহীন আসমা বেগম ও তার বড় বোনের হাতে চাবি তুলে দেন পঞ্চগড় জেলা প্রশাসক (ডিসি) সাবিনা ইয়াসমিন। 

এসময় নতুন ঘরের চাবি পেয়ে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।
 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ ইউসুফ আলী, জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, সদর উপজেলা পিরষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা শবনমসহ প্রশাসনের কর্মকর্তারা।

জানা গেছে, পঞ্চগড় সদর উপজেলায় ৩১ জন গৃহহীনদের মধ্যে নির্মাণ করা নতুন ঘরে চাবি পর্যায়ক্রমে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৯
এসআরএস

ক্লিক করুন, আরো পড়ুন :   পঞ্চগড়
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-10-13 17:12:47