ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কুষ্টিয়ার মিরপুরে জমি নিয়ে সংঘর্ষে আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৯
কুষ্টিয়ার মিরপুরে জমি নিয়ে সংঘর্ষে আহত ১০

কুষ্টিয়া: জমি নিয়ে বিরোধের জেরে কুষ্টিয়ার মিরপুরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

রোববার (১৩ অক্টোবর) সকালে উপজেলার বারুইপাড়া ইউনিয়নের বলিদাপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন- হায়দার আলী (৫৫), শাজাহান খান (৩৫), শহিদুল ইসলাম (৪২) সেকেন আলী ৩৫), দাউদ আলী (৩০) ইনুসহ (২০) দু’পক্ষের ১০ জন।

প্রত্যক্ষদর্শীরা জানান, জমি নিয়ে বলিদাপাড়া গ্রামের ইব্রাহিম আলী প্রামাণিকের সঙ্গে একই এলাকার হায়দার আলীর মধ্যে বিরোধ চলছিল। এরই জের ধরে রোববার সকালে হায়দারের লোকজন স্থানীয় মশান বাজারে ইব্রাহিমের পক্ষের সেকেন আলীর ওপর হামলা চালায়। এসময় দু’পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বেধে যায়। প্রায় এক ঘণ্টা চলা সংঘর্ষে উভয়পক্ষের লোকজন একে অপরের ওপর হামলা, ইট-পাটকেল নিক্ষেপ ও ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। সংঘর্ষে হায়দারের পক্ষের আলী (৫৫), শাজাহান খান (৩৫), শহিদুল ইসলাম (৪২) এবং ইব্রাহিমের পক্ষের সেকেন আলী ৩৫), দাউদ আলী (৩০) ও ইনুসহ (২০) উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হন।

আহতদের মধ্যে গুরুতর অবস্থায় সাত জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন বলে জানা গেছে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বাংলানিউজকে জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।