bangla news

খাগড়াছড়ি-রাঙামাটি সফর করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-১০-১৩ ২:২৮:৫৪ পিএম
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ফাইল ফটো

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ফাইল ফটো

খাগড়াছড়ি: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বুধবার (১৬ অক্টোবর) খাগড়াছড়ির রামগড় সফর করবেন। সফরকালে ওইদিন সকালে মন্ত্রী রামগড় থানা উদ্বোধন করবেন। সেখানে মাদক, সন্ত্রাস ও জঙ্গীবিরোধী সুধী সমাবেশেও যোগ দেবেন।

এ দিন দুপুরে সেখান থেকে রাঙামাটি যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে বিকেল ৫টার দিকে আইনশৃঙ্খলা বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। এরপর তিন পার্বত্য জেলার আইনশৃঙ্খলা সংক্রান্ত আরেকটি মতবিনিময় সভায় যোগ দেওয়ার কথা রয়েছে তার।

রোববার (১৩ অক্টোবর) খাগড়াছড়ি জেলা প্রশাসকের নেজারত ডেপুটি কালেক্টর আব্দুল্লাহ আল বাকিউল বারী স্বাক্ষরিত একটি চিঠিতে এ তথ্য জানা যায়।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেলে একটি ফ্লাইটে তার ঢাকা ফেরার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৯
এডি/টিএ

ক্লিক করুন, আরো পড়ুন :   রাঙামাটি খাগড়াছড়ি
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-10-13 14:28:54