ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ছাগলনাইয়ায় ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩২ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৯
ছাগলনাইয়ায় ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার

ফেনী: ফেনীর ছাগলনাইয়া উপজেলায় সীমান্তসংলগ্ন এলাকা থেকে আমদানি নিষিদ্ধ ১শ’ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সোনাপুর গ্রাম থেক এসব ফেনসিডিল উদ্ধার করে চম্পকনগর সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা।  

বিজিবি সূত্র জানায়, শনিবার সন্ধ্যায় টহলকালে সোনাপুর গ্রামে যায় চম্পকনগর সীমান্ত ফাঁড়ির বিজিবির একটি দল।

এসময় তাদের উপস্থিতি টের পেয়ে একদল চোরাচালানকারী ফেনসিডিলগুলো ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে সেখান থেকে ১শ’ ফেনসিডিল উদ্ধার করে টহলদল।

ফেনীর ৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাহিদুজ্জামান এ ঘটনার ব্যাপারে নিশ্চিত করেন। ফেনসিডিলগুলো জেলার মাদকদ্রব্য কার্যালয়ে জমা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৪৩০ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৯ 
এসএইচডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।