ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

জাপান প্রবাসীদের জন্য হটলাইন চালু

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৯ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৯
জাপান প্রবাসীদের জন্য হটলাইন চালু

ঢাকা: জাপানে শক্তিশালী টাইফুন ‘হাগিবিস’ আঘাতের প্রেক্ষিতে দেশটির প্রবাসী বাংলাদেশিদের যোগাযোগের জন্য হটলাইন চালু করেছে বাংলাদেশ দূতাবাস। 

শনিবার (১২ অক্টোবর) টোকিওতে বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, জাপানে শক্তিশালী টাইফুন ‘হাগিবিস’ আঘাত হেনেছে।

চলমান দুর্যোগ পরিস্থিতি পর্যবেক্ষণ ও মোকাবেলায় জাপান সরকারের নেওয়া পদক্ষেপসমূহ বাংলাদেশ দূতাবাস নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

একই সঙ্গে বিভিন্ন এলাকায় অবস্থিত বাংলাদেশি কমিউনিটি প্রতিনিধিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করে যাচ্ছে দূতাবাস। এখন পর্যন্ত কোনো বাংলাদেশি হতাহতের খবর পাওয়া যায়নি।  

এমন পরিস্থিতিতে দূতাবাস সবাইকে জাপান মেট্রোলজিক্যাল  অ্যাজেন্সি এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনাসমূহ যথাযথভাবে পালন করার অনুরোধ জানাচ্ছে।

এছাড়া যেকোনো জরুরি প্রয়োজনে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগের জন্য  ইমারজেন্সি নম্বরসমূহ জাপান প্রবাসীদের জন্য খোলা রয়েছে। হেল্প লাইন নম্বর- ০৮০-৪৪৫৬-১৯৭১, ০৭০-৩২৪৪০০, ০৮০-৪০৬৫৬৬০১।

বাংলাদেশ সময়:  ২০২৩ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৯
টিআর/এমএ 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।