ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শেবাচিম হাসপাতালে ডেঙ্গু জ্বরে বৃদ্ধের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৯
শেবাচিম হাসপাতালে ডেঙ্গু জ্বরে বৃদ্ধের মৃত্যু

বরিশাল: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল খালেক (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ নিয়ে শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১২ জন ডেঙ্গুরোগীর মৃত্যু হলো।

মৃত আব্দুল খালেক ভোলা সদর উপজেলার চরগাজি গ্রামের বাসিন্দা। শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন বিষয়টি বাংলানিউজকে নিশ্চত করেছেন।

তিনি জানান, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শুক্রবার (১১ অক্টোবর) দুপুরে আব্দুল খালেক হাসপাতালের ভর্তি হন। ভর্তির সময়ই তার অবস্থা আশঙ্কাজনক ছিল। হাসপাতালের চিকিৎসকরা তার চিকিৎসা শুরু করলে শনিবার (১২ অক্টোবর) সকাল ৮টায় তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৯
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।