ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ইলিশ শিকারের দায়ে ৮ জেলের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৭ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৯
ইলিশ শিকারের দায়ে ৮ জেলের কারাদণ্ড

মানিকগঞ্জ: সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মানিকগঞ্জের শিবালয়ের আলোকদিয়া চর সংলগ্ন যমুনা নদীতে অভিযান চালিয়ে ইলিশ শিকারের দায়ে আট জেলেকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ  আদালত।

শুক্রবার (১১ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান পরিচালনা করেন শিবালয় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- আইয়ুব শেখ, ফজলুল হক, নূরে আলম, হামিদ আলী, মিরাজুল শেখ, আলমগীর হোসেন, লোকমান শেখ ও মো. হাবু।

জাকির হোসেন বাংলানিউজকে বলেন, আটক প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া অভিযানে তাদের কাছ থেকে জব্দ করা অবৈধ কারেন্ট জাল ধ্বংস করা হয়েছে।  

৯-৩০ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশের প্রধান প্রজনন সময়। এসময় মেঘনা-তেঁতুলিয়াসহ সব নদীতে ইলিশ ধরা, বিক্রি, মজুদ ও পরিবহন নিষিদ্ধ।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad