ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

মুন্সিগঞ্জে ৫ জেলের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৩ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৯
মুন্সিগঞ্জে ৫ জেলের কারাদণ্ড

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জ সদর, গজারিয়া ও শ্রীনগর উপজেলায় বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ২৫ কেজি ইলিশ ও এক লাখ ৪৬ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচজন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।

শুক্রবার (১১ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়।

জেলা মৎস্য কর্মকর্তা মো. জিল্লুর রহমান বাংলানিউজকে জানান, গজারিয়া, সদর ও শ্রীনগর উপজেলার বিভিন্নস্থানে মোট ১২টি জায়গায় অভিযান চালিয়ে ২৫ কেজি মা ইলিশ জব্দ ও ১ লাখ ৪৬ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

এছাড়া পাঁচ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান শেষে জব্দকৃত ইলিশ স্থানীয় বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।