ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কিশোরগঞ্জে ট্রেনে কাটা পড়ে মোয়াজ্জিনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৯
কিশোরগঞ্জে ট্রেনে কাটা পড়ে মোয়াজ্জিনের মৃত্যু

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে ট্রেনে কাটা পড়ে আবদুল হক (৬০) নামে মসজিদের এক মোয়াজ্জিনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১১ অক্টোবর) সকাল ৯টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার নীলগঞ্জ রেলস্টেশনের কাছে মহিনন্দ-মাইজপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত আবদুল হক কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের বাসিন্দা।

তিনি মহিনন্দ গোয়ালাপাড়া জামে মসজিদের মোয়াজ্জিন ছিলেন।

রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার (১১ অক্টোবর) সকাল ৯টার দিকে মহিনন্দ-মাইজপাড়া এলাকায় রেলক্রসিং সংলগ্ন একটি দোকানে চা পান করে বাড়ি ফিরছিলেন আবদুল হক। রেলক্রসিং পার হওয়ার সময় ভৈরব থেকে ময়মনসিংহগামী একটি লোকাল ট্রেনের নিচে কাটা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কিশোরগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বিশ্বাস বাংলানিউজকে জানান, এ ব্যাপারে রেলওয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে 
 হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, ১১ অক্টোবর, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।