ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ফাহাদ হত্যার রাজনীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়তে হবে: সাকি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৩ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৯
ফাহাদ হত্যার রাজনীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়তে হবে: সাকি ছবি:সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদের হত্যাকারী রাজনীতির বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহবান জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকেল ৪টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে গণসংহতি আন্দোলন আয়োজিত প্রতিবাদী মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে এ আহবান জানান তিনি।  

সমাবেশে জোনায়েদ সাকি বলেন, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক ভারত সফরে বিভিন্ন চুক্তির স্বাক্ষর বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের সত্যিকার চিত্রটি প্রতিফলিত হয়েছে।

তিনি আরও বলেন, আমরা আশা করেছিলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেষে দেশে ফিরলে ভারত সফরের দেনা পাওনা নিয়ে আলাপ আলোচনা হবে। কিন্তু দুঃখের বিষয় এখন আমাদের প্রতিবাদ করতে হচ্ছে, সফর বিষয়ে মতামত দেয়ায় আবরার ফাহাদ হত্যার ঘটনায়।  

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক বলেন, ভারত, চীন বা অন্য যে কোনো দেশের সাথে বাংলাদেশের বন্ধুত্ব হতে পারে জনগণের সম্মতির ভিত্তিতে দেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখে।

জোনায়েদ সাকির সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, রাজনৈতিক পরিষদের সদস্য ফিরোজ আহমেদ। সমাবেশ পরিচালনা করেন সৈকত মল্লিক। এসময় বাচ্চু ভূঁইয়া, মনির উদ্দিন পাপ্পু, জুলহাসনাইন বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৩০২ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৯
আরকেআর/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad