bangla news

বগুড়ায় বিএনপির ৫টি উপজেলা-৫টি পৌরসভার আহ্বায়ক কমিটি ঘোষণা

ডিস্ট্রিক্ট ফটো করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-১০-১১ ২:৫৪:৫৮ এএম
...

...

বগুড়া: বগুড়ায় বিএনপির ৫টি উপজেলা ও ৫টি পৌরসভার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় বগুড়া জেলা বিএনপি’র আহ্বায়ক ও বগুড়া-৬ আসনের সংসদ সদস্য গোলাম মোঃ সিরাজ, সিনিয়র যুগ্ম-আহবায়ক এ্যাডঃ এ.কে.এম সাইফুল ইসলাম ও যুগ্ম আহবায়ক মোঃ ফজলুল বারি তালুকদার বেলার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণার কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বগুড়া জেলা বিএনপি এর নিম্নে উল্লেখিত বিভিন্ন উপজেলা ও পৌর বিএনপি আহ্বায়ক কমিটি অনুমোদন করা হইল। উল্লেখিত আহ্বায়ক কমিটিগুলোকে আগামী ৬০ দিনের মধ্যে অধীনস্ত সকল সাংগঠনিক ইউনিট কমিটি গঠন করে উপজেলা ও পৌর সম্মেলন করার জন্য নির্দেশ দেওয়া হয়।

ঘোষিত কমিটির মধ্যে রয়েছে, বগুড়া সদর উপজেলার আহ্বায়ক এ্যাড সোলায়মান আলী, যুগ্ম আহবায়ক এস,এম রাসেল মামুন সহ ৪৫ সদস্য বিশিষ্ট।

নন্দীগ্রাম উপজেলার আহ্বায়ক মোঃ জহুরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মোঃ হাফিজার রহমান শাহিন সহ ৩১ সদস্য বিশিষ্ট।

কাহালু উপজেলার আহ্বায়ক মোঃ সেলিম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মোঃ নেছার উদ্দিন সহ ৩৫ সদস্য বিশিষ্ট।

সারিয়াকান্দি উপজেলার মোঃ আবুল কাশেম, যুগ্ম আহ্বায়ক মোঃ নুরুল ইসলাম সহ ৪১ সদস্য বিশিষ্ট।

সোনাতলা উপজেলার আহ্বায়ক এ.কে.এম হাসানুল হাবিল রাজা, যুগ্ম আহবায়ক মোঃ আহসান হাবিব সাচ্চু সহ ৪১ সদস্য বিশিষ্ট।

পৌর বিএনপি আহ্বায়ক কমিটিতে রয়েছে, বগুড়া পৌর শাখার আহ্বায়ক মোঃ মাহবুবর রহমান বকুল, যুগ্ম আহবায়ক মোঃ মশিউর রহমান শামীম ৫১ সদস্য বিশিষ্ট।

নন্দীগ্রাম পৌর শাখার আহ্বায়ক মোঃ লুৎফর রহমান, যুগ্ম আহ্বায়ক ফেরদৌস রহমান ফিলু সহ ২১ সদস্য বিশিষ্ট।

কাহালু পৌর শাখার আহ্বায়ক মোঃ দেলোয়ার হোসেন বাদল, যুগ্ম আহ্বায়ক মোঃ ফেরদৌস আলম সহ ২৩ সদস্য বিশিষ্ট।

সারিয়াকান্দি পৌর শাখার আহ্বায়ক মোঃ ইকবাল কবির পলাশ, যুগ্ম আহ্বায়ক মোঃ মেহেদী হাসান সুফল সহ ৩১ সদস্য বিশিষ্ট।

সোনাতলা পৌর শাখার আহ্বায়ক মোঃ মহিদুর রহমান সিজুল, যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন রঞ্জু (সিঃ শিক্ষক) সহ ৩১ সদস্য বিশিষ্ট।

বাংলাদেশ সময়: ০২৫৩ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৯
কেইউএ/এমএমএস

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-10-11 02:54:58