ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

যমুনায় বাইচ প্রতিযোগিতায় নৌকা ডুবিতে দুজন নিখোঁজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১১ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৯
যমুনায় বাইচ প্রতিযোগিতায় নৌকা ডুবিতে দুজন নিখোঁজ ...

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে যমুনা নদীতে বাইচ প্রতিযোগিতায় নৌকা ডুবে দুজন নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকেলে ও সন্ধ্যায় সিরাজগঞ্জ যমুনা নদীর শহর রক্ষা বাঁধ এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিখোঁজরা হলেন, বরিশাল জেলার বিমান বন্দর থানার তিলক গ্রামের মোজাম্মেল হাওলাদারের ছেলে মো. হানিফ (৩২) ও সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মানিক দিয়া গ্রামের মৃত হোসেন আলীর ছেলে সাইদুর প্রামানিক (৬০)।  

সদর থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম বাংলানিউজকে জানান, যমুনা নদীর শহর রক্ষা বাঁধ এলাকায় নৌকা বাইচ প্রতিযোগিতা চলাকালে বিকেল চারটার দিকে বাইচের একটি নৌকাকে ধাক্কা দেয় দর্শনার্থীদের নৌকা।

এতে বাইচাল সাইদুর প্রামানিক নৌকা থেকে পরে নিখোঁজ হন। সন্ধ্যার দিকে দর্শনার্থী বোঝাই আরও একটি নৌকা ডুবে যায়। এতে থাকা সকল যাত্রী তীরে উঠতে সক্ষম হলেও হানিফ নামে নির্মাণ শ্রমিক নিখোঁজ হয়েছেন।

ফায়ার সার্ভিসের ডুবুরি দল দুই ঘন্টাব্যাপী অভিযান চালিয়েও নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার করতে পারেনি। শুক্রবার সকালে আবারও উদ্ধার অভিযান চালানো হবে।

বাংলাদেশ সময়: ০২১০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।