ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ফাহাদ হত্যার প্রতিবাদে ববি শিক্ষার্থীদের মোমবাতি প্রজ্বলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৩ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৯
ফাহাদ হত্যার প্রতিবাদে ববি শিক্ষার্থীদের মোমবাতি প্রজ্বলন ছবি:বাংলানিউজ

বরিশাল: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে ক্যাম্পাসে মোমবাতি প্রজ্বলন করে মৌন কর্মসূচি পালন করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তারা এই কর্মসূচি পালন করেন।

প্রথমে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের পাদদেশে জড়ো হন।

এরপর সেখানে মোমবাতি প্রজ্বলন করে তারা ক্যাম্পাসের প্রধান ফটক প্রদক্ষিণ করে আবার প্রশাসনিক ভবনের নিচে এসে জড়ো হন।

এসময় বক্তারা বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে শিক্ষার্থীদের নির্যাতনের জন্য ছাত্রলীগ যে টর্চার সেল ব্যবহার করে আসছে, তা অবিলম্বে বন্ধ করতে হবে। সেই সাথে ক্যাম্পাসের সকল শিক্ষার্থীদের নিরপত্তা নিশ্চিত করতে হবে।

এসময় তারা আবরারের হত্যাকারীদের দ্রুত সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান।

বাংলাদেশ সময়: ০১২৯ ঘন্টা, অক্টোবর ১১, ২০১৯
এমএস/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad