ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ফাহাদকে স্মরণ করে ফেনী ইউনিভার্সিটি'র নীরবতা পালন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৬ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৯
ফাহাদকে স্মরণ করে ফেনী ইউনিভার্সিটি'র নীরবতা পালন ছবি:বাংলানিউজ

ফেনী: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ’কে স্মরণ করে এক মিনিট নীরবতা পালন করলো ফেনী ইউনিভার্সিটি।

বৃহস্পতিবার (১০ আক্টোবর) দুপুরে ফেনী পুলিশ লাইন মাঠে ফেনী ইউনিভার্সিটি কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে আবরারের আত্মার মাগফেরাত কামনা করে এই নীরবতা পালন করা হয়।

উল্লেখ্য, ৬ আক্টোবর রাতে বুয়েটের শেরে বাংলা হলে একই বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্র সংগঠনের কিছু উশৃঙ্খল ছাত্রের নির্দয় পিটুনির শিকার হয়ে মারা যান বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ।

ফেনী ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর তায়বুল হকের সভাপতিত্বে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা সভাপতি আবদুস সত্তার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের নির্বাহী কমিটির সদস্য সচিব ডা. এ এস এম তবারক উল্যাহ চৌধুরী বায়েজিদ ও ইউনিভার্সিটির রেজিস্ট্রার এ এস এম আবুল খায়ের।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যন কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক মোহাম্মদ আবুল কাশেম, টুর্নামেন্ট আয়োজক কমিটির আহ্বায়ক ও একাউন্টিং বিভাগের সহকারী অধ্যাপক কাজী মনিরুল আলম, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও আইন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামান অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টে বিশ্ববিদ্যালয়ের ৫টি দল অংশগ্রহন করছে। রবিন রাউন্ড লিগ পদ্ধতিতে মোট ১১টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আগামী ১৭ আক্টোবর ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে শেষ হবে ফুটবলের এই বর্ণাঢ্য আয়োজন।

বাংলাদেশ সময়: ২৩২৪ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৯
এসএইচডি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।