ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খুলনায় 'অতিরিক্ত মদ্যপানে' আরো এক ব্যক্তির মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৯
খুলনায় 'অতিরিক্ত মদ্যপানে' আরো এক ব্যক্তির মৃত্যু ...

খুলনা: খুলনায় 'অতিরিক্ত মদ্যপানে' মনোজিত বিশ্বাস (৫৫) নামের আরো এক ব্যক্তি মারা গেছেন। এই নিয়ে খুলনায় 'অতিরিক্ত মদ্যপানে' তিন দিনের ব্যবধানে ৯ জনের মৃত্যু হল।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাত পৌনে ৮ টায় খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি মহানগরীর হাজী মহসিন রোডের আফজালের গলির ধিরেন বিশ্বাসের ছেলে।

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের মেডিকেল অফিসার তুষার কুমার জানান, অতিরিক্ত মদ্যপান করে চিকিৎসা নিতে দুপুর দেড় টায় তিনি ভর্তি হয়েছিলেন। পরে রাত পৌনে ৮ টার দিকে তার মৃত্যু হয়।

এর আগে খুলনায় মঙ্গলবার (৮ অক্টোবর) রাত থেকে বুধবার (০৯ অক্টোবর) সন্ধ্যার পর্যন্ত বিভিন্ন সময়ে ‘অতিরিক্ত মদ্যপানে’ ৮ জনের মৃত্যু হয়। হতাহতরা দুর্গাপূজার বিজয়া দশমীতে আনন্দ উপভোগ করতে গিয়ে মদ পান করেছিলেন। অতিরিক্ত মদ্যপানে তাদের মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ২৩১৯ ঘন্টা, অক্টোবর ১০, ২০১৯
এমআরএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad